দ্যা বাস্কেট সুপারশপকে লাখ টাকা জরিমানা

অবৈধ ও অননুমোদিত প্রসাধনী

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৪:১৮ পূর্বাহ্ণ

অবৈধ উপায়ে আমদানিকৃত ও অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে নগরীর খুলশীর দ্যা বাস্কেট সুপারশপকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে প্রস্তুতকারক, উৎপাদনকারী, আমদানিকারক, বিপণনকারীর নামঠিকানা ব্যতীত এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যতীত বিপুল পরিমাণ শ্যাম্পু, টুথপেস্ট ও সাবান।

গতকাল বিএসটিআই প্রতিনিধিকে সাথে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অবৈধ ও অননুমোদিত প্রসাধনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। দেখা যায়, প্রস্তুতকারক, উৎপাদনকারী, আমদানিকারক, বিপণনকারীর নামঠিকানা ব্যতীত শ্যাম্পু, টুথপেস্ট ও সাবান বিক্রি করছিল দ্যা বাস্কেট। উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না এসব পণ্যের। এজন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা এবং সতর্ক করা হয়।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সকল প্রকার অবৈধ, ভেজাল প্রসাধনী, শিশুখাদ্য ও শুল্ক ফাঁকি দেয়া পণ্যের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন
পরবর্তী নিবন্ধকাজী খুররম আহমেদ স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত