কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত ১১ তম দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি নির্মাতা সোহেল রহমানের ‘দ্যা আইসক্রিম সেলারস’ বেস্ট ফিচার ডকুমেন্টারির পুরস্কার অর্জন করেছে। খবর বাংলানিউজের।গেল ২৮ নভেম্বর উৎসবের সমাপনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল জুরি বোর্ড এ পুরস্কার ঘোষণা করে। ‘দ্যা আইসক্রিম সেলারস’-এর প্রশংসা করে জুরি বোর্ড উল্লেখ করেন, এই সিনেমাটিতে সংকল্পবদ্ধ দুই রোহিঙ্গা শিশুর নিত্যদিনের জীবনের লড়াই শ্রদ্ধার সঙ্গে ফুটে উঠেছে। পরিচালক সোহেল অত্যন্ত সৎ, বিনয় ও স্নেহপূর্ণভাবে গণহত্যায় ক্ষত বিক্ষত রোহিঙ্গা শরণার্থী সমপ্রদায়ের একটি গভীর পর্যবেক্ষণ উপস্থাপন করেছেন এই সিনেমায়। ‘দ্যা আইসক্রিম সেলারস’-এর গল্পে দেখানো হয়েছে, রোহিঙ্গা শিশু আয়াস ও আসিয়া ভাইবোন। গণহত্যার পর মায়ের সঙ্গে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে কুতুপালং ক্যাম্পে। তাদের বাবা আটকে আছে মায়ানমারের কারাগারে। বাবাকে মুক্ত করতে ঘুষ হিসেবে বড় অংকের টাকা দরকার। সে টাকা যোগাড় করতে ভাই-বোন মিলে ক্যাম্পের ভিতরে আইসক্রিম বিক্রি শুরু করে। সারাদিন ক্যাম্পের এ দুয়ার থেকে ও দুয়ারে আইসক্রিম বিক্রি করে তাকে। গণহত্যার ভারে সবাই যখন হাহাকার করছে, তখন এই দুই শিশু আশা ও স্বপ্ন নিয়ে শুরু করে জীবনের কঠিন যুদ্ধ। তাদের স্বপ্ন বাবাকে একদিন কারাগার থেকে মুক্ত করবে। এমন মানবিক গল্পই উঠে এসেছে ‘দ্যা আইসক্রিম সেলারস’ সিনেমায়।