ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ শাখার সহ-ক্রীড়া সম্পাদক মরহুম দ্বীন মোহাম্মদ সোহেলের স্মৃতি স্মরণে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৫ ডিসেম্বর নাসিরাবাদ সরকারি সিএন্ডবি কলোনী মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বন্ধুমহল স্পোর্টিং ক্লাব ১-০ গোলে মাহিন উদ্দিন সৈকত স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জয় করে। মরহুম দ্বীন মোহাম্মদ সোহেল স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি সোহেল রানা। পারভেজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সহ-সভাপতি ও চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। উদ্বোধক ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন শেখ সরওয়ার্দী, বাহাউদ্দীন লতিফী, এম.এ.তাহের, নাজমুল আহসান, আকতার ফারুক, তৌহিদুল আনোয়ার সেন্টু, অহিদ চৌধুরী মুক্তি, মাহফুজুর রহমান বাবুল, নজরুল ইসলাম, সৈয়দ আসাদ সর্দার, সালাউদ্দিন লেদু, শহীদুল্লাহ প্রিন্স,ইফতেখার হাসান বেনজির, শহীদুর রহমান, মাসুদ খান,খন্দকার রাশেদ, মহিম উদ্দীন, ইসকান্দর হোসেন শিবলু, মো. ইউসুফ, নেজামউদ্দৌলা, খাজা মো. টিটু, মো. মোরশেদ প্রমুখ।