জামেয়ান রাউজান প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অধ্যাপক মাওলানা অহিদুল আলম বলেছেন, আমাদের দেহ ও প্রাণ অল্প সময়ের জন্য একত্রিত হয়েছে। আর অল্প সময়ের মধ্যেই নেকী অর্জন করতে হবে। দ্বীনের সেবা এবং সৃষ্টির কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে। তিডিন গত ৩১ জানুয়ারী নগরীর ষোলশহর আলমগীর খানেকাহ্ শরীফে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় অধ্যয়নরত রাউজানের সকল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত জামেয়ান রাউজান ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিষদের সভাপতি মাওলানা মুুহাম্মদ বাহা উদ্দিন কাদেরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জামেয়ান রাউজান প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন মাওলানা রাশেদুল ইসলাম আলকাদেরী। শপথ বাক্য পাঠ করান জামেয়ান রাউজান ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ্ আল আকিব এবং মুহাম্মদ রিদুয়ানের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহেদ রেজা, মোহাম্মদ মারুফ, আরিফুল ইসলাম, মোহাম্মদ মফিজুর রহমান, রায়হান সিদ্দিকী, আব্দুর রহমান, আবু খালেদ, জিয়াউল হক,তাসিন রেজা ফোরকান রেজা, রবিউল হাসান, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ জুলকারনাইন, মুহাম্মদ আমির খসরু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।