আল্লামা কাযী আহছানুজ্জামান হাশেমী (রহ) এর ৫৪তম এবং আল্লামা মুফতি কাযী আমিনুল ইসলাম হাশেমী (রহ) এর ১৭তম বার্ষিক ওরশ শরিফ গত বুধবার বায়েজিদ জালালাবাদস্থ আল আমিন হাশেমী দরবার শরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আনজুমানে আশেকানে মোস্তফা (দ) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ)
তরুণ পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ওরশ মাহফিলে সভাপতিত্ব করেন আনজুমান সভাপতি আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমী। মুখ্য আলোচক ছিলেন আল্লামা কাযী শাহেদুর রহমান হাশেমী। সভাপতির বক্তব্যে আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমী বলেন, কুরআন সুন্নাহ তথা দ্বীন ইসলামের সঠিক মর্মবাণী
ও দর্শন লেখনি ও বক্তব্যের মাধ্যমে তুলে ধরে আদর্শ দ্বীনদার সুনাগরিক সৃষ্টিতে অবদান রাখেন আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশেমী (রহ)। অনুরূপভাবে আল্লামা কাযী আহছানুজ্জমান হাশেমী (রহ) দ্বীন ও সুন্নিয়তের জন্য নিজেকে উৎসর্গীত করেছিলেন।
ওরশ মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন, আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী, আল্লামা সৈয়দ আমিনুল হক আলকাদেরী, আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী, জামেয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী,
আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা মুফতি ইবরাহিম আলকাদেরী, আল্লামা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ, অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, মাওলানা হাফেজ গোলাম কিবরিয়া, মাওলানা কাযী আশিকুর রহমান
মুজিব হাশেমী, মাওলানা হাফেজ খালেদুর রহমান হাশেমী, আল্লামা হাফেজ আনিসুজ্জামান, মাওলানা হাফেজ শিব্বির আহমদ ওসমানী, মাওলানা ইয়াসিন আনসারী আল মাদানী, মাওলানা হাফেজ আবদুল হাই, মাওলানা আজিজুল হক হোসাইনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।