১নং সাইট মহল্লা কমিটির উদ্যোগে ১নং সাইট নতুন জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক শায়েখ সাইফুল আজম বাবর আল আযহারী বলেন, রাষ্ট্রে ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে নবী করিমের (সাঃ) আদর্শ বুকে লালন করে পরস্পর সহযোগিতা, সহমর্মিতার মাধ্যমে সমাজের সর্বস্তরে দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। দ্বীনের প্রতিষ্ঠা ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
বিশেষ আলোচকের বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দীন নোমানী, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আল ক্বাদেরী ও মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম আল ক্বাদেরী। মাহফিলে ১নং সাইট মহল্লা কমিটির সভাপতি মো: কামাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মো: হাসান, সাধারণ সম্পাদক হাজী মো: হোসেন কোম্পানি, মো: জসিম, মো: আরিফ, মোহোসেন, মো: মোরশেদ আলম, মো: শাহজামাল, আবদুল্লাহ আল নোমান, নাঈমুল হাসান সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।