দ্বীনি শিক্ষা প্রসারিত করে আদর্শ সুনাগরিক গড়তে হবে

ফারুকীয়া লতিফিয়া মাদ্রাসার মাহফিলে ইদ্রিস মিয়া

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

পটিয়া ফারুকীয়া লতিফিয়া ইসলামীয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ২৪তম বার্ষিক সভা ও অভিভাবক সমাবেশ গতকাল শুক্রবার বাদে জুমা হতে মাদ্রাসা প্রাঙ্গণে অনুুষ্ঠিত হয়। মুহাম্মদ ইকরাম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ ইদ্রিস মিয়া। স্বাগত বক্তব্য দেন লতিফিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক জমির উদ্দিন ফারুকী। প্রধান অতিথি ইদ্রিস মিয়া বলেন, দেশে শিক্ষিতের সংখ্যা বাড়লেও নীতিবান সৎ মানুষের সংখ্যা সেভাবে বাড়ছে না। শিক্ষা ব্যবস্থার মূলে গলদ থাকায় জাতি আদর্শিক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। তিনি বলেন, দ্বীনি শিক্ষা প্রসারিত হলে দেশে নীতি নৈতিকতা সম্পন্ন আদর্শ সুনাগরিক গড়ে উঠবে। তাই দ্বীনি শিক্ষা প্রসারিত করে সৎ, নীতিবান, ত্যাগী, মানবদরদী ও আদর্শ মানুষ গড়ে তুলতে হবে। মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া, মাওলানা আবু তাহের কাসেমী নদভী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা জাফর সাদেক, মাওলানা মুহাম্মদ হোসাইন, মাওলানা আহমদ বিন সালাম, মাওলানা আনিসুর রহমান, মনির আহমদ ফারুকী, নূরুল আজিজ ফারুকী, মুছা ফারুকী, এনামুল হুদা ফারুকী, মাওলানা মিজানুর রহমান, মুহিদুল আলম ফারুকী, মশিউর রহমান ফারুকী (মিয়া), আনিসুর রহমান ফারুকী, খালেদুজ্জামান ফারুকী (খালেদ), হাবিবুর রহমান ফারুকী, কানন ফারুকী, ফোরকান ফারুকী, বোরহান ফারুকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থানের সুযোগ পাবে লাখো তরুণ’
পরবর্তী নিবন্ধআমানত রক্ষা ও সততার প্রশ্নে জামায়াত আপসহীন থাকবে