হাজী আমির সোলায়মান ফাউন্ডেশন পরিচালিত আসসুফফা ইসলামিক কিন্ডারগার্টেন মাদ্রাসা, শেরে মিল্লাত আল্লামা নঈমী (রহ.) মডেল মাদ্রাসা এবং আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ গতকাল শনিবার আনোয়ারা বটতলীস্থ আল্লামা ইকবাল একাডেমি হলে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সুপার আবু বকর নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোলায়মান সওদাগর কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি কবির আহমদ। উদ্বোধক ছিলেন মাস্টার আবুল বশর। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন মাওলানা আহমদ উল্লাহ। অনুষ্ঠানে বক্তারা বলেন,দ্বীনি বুনিয়াদি শিক্ষা আদর্শ সুনাগরিক তৈরির হাতিয়ার হতে পারে। সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা দেয়া হলে তারা আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। মাস্টার মুরাদুল ইসলাম ও মাস্টার নুরই জাবাল হক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন এসএম বোরহান উদ্দিন। বক্তব্য রাখেন হাফেজ মোক্তার হোসাইন, আব্দুল কাদের,হাফেজ আব্দুল মালেক, রমজান আলী, আইরিন আক্তার খানম,সাদিয়া ইসলাম,ইয়াসমিন আক্তার, মাওলানা জোবাইর,মুহাম্মদ ইবনে সাকা রিয়াদ, মুহাম্মদ মঈন উদ্দিন,ফারজানা আক্তার, মোহাম্মদ আরিফুল ইসলাম,মুহাম্মদ শাহিন,আক্কাস মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












