দ্বীনি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়তে হবে

আনোয়ারা তৈয়্যবিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণে বক্তারা

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা সদরস্থ ছৈয়্যদিয়া তৈয়্যদিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজ ও এতিমখানার বার্ষিক পুরস্কার বিতরণ গত বৃহস্পতিবার মাদরাসা হলরুমে প্রতিষ্ঠানের সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন মাদরাসা হিফজ ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি কাজী শাকের আহমদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সুন্নি জোটের মনোনীত চট্টগ্রাম১৩ সংসদীয় আসনের প্রার্থী এস এম শাহাজান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা সহকারী অফিসার মরিয়ম বেগম। বক্তারা বলেন, নৈতিক শিক্ষা ছাড়া পরিপূর্ণ আদর্শ মানুষ গড়া সম্ভব নয়। শিক্ষার সঙ্গে নৈতিকতার যোগসূত্র ঘটাতে হবে। দ্বীনি ও আধুনিক শিক্ষা দিয়ে শিক্ষার্থীদেরকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আবু ছৈয়দের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনির আহমদ, নাজিম উদ্দিন, মুজিবুর রহমান আল কাদেরী, নুরুল ইসলাম নুরু, মনসুরুল আলম, মফিজ উল্লাহ, মোজাম্মেল হক, ইউপি সদস্য সুমন দত্ত, আব্দুল করিম, সাজ্জাদ হোসাইন, নাজিম উদ্দিন, সিরাজুল ইসলাম আরিফ, হাফেজ মো. মহিউদ্দিন, রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে ১২ টি বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমানত (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে ওয়াহেদ মুরাদের নির্বাচনী প্রচারণা শুরু
পরবর্তী নিবন্ধলোকনাথ শিশু নিকেতন অনাথালয়ের ৪র্থ বার্ষিক সাধারণ সভা