পশ্চিম টইটং রওজাতুন্নবী (স.) মডেল হেফজখানা ও আল্লামা শফিক–ছৈয়দ নূরানী একাডেমির বার্ষিক সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পাগড়ি প্রদান অনুষ্ঠান গত ১ মে হিফজখানা মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একাডেমির ছাত্র–ছাত্রীরা কুরআন তিলাওয়াত, হামদ–নাত, ইসলামী সংগীত ও আযান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উপস্থাপনায় ইসলামী সংস্কৃতির অপূর্ব চিত্র ফুটে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া বড়ালিয়া শাহ্ ছৈয়দ আব্দু ছালাম আউলিয়া (রহ.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ নাছিরুল ইসলাম। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন ফারুকীর সঞ্চালনায় ও সহ–সভাপতি মাওলানা মুহাম্মদ ফরিদুল মোস্তফা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টইটং আলহেরা মডেল একাডেমীর সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন, পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ জিয়াউল হক শফিকী, পল্লী চিকিৎসক মুসলেম উদ্দিন এবং জামায়াতে ইসলামী টইটং ৬নং ওয়ার্ড নেতা মুহাম্মদ নজরুল ইসলাম।
দ্বিতীয় পর্বে বার্ষিক সভা ও হিফজ সম্পন্নকারী ছাত্রদের পবিত্র পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কোনাখালী দারুল ইরফান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল কাদের। সভাপতিত্ব করেন হেফজখানার প্রতিষ্ঠাতা–সভাপতি ও পটিয়া মনসা ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদুল্লাহ ফিরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ আমির হোছাইন। তিনি তার বক্তব্যে বলেন, এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠান সমাজে আলোকবর্তিকার মতো কাজ করে। এখান থেকেই তৈরি হয় ভবিষ্যতের নৈতিক নেতৃত্ব। বিশেষ অতিথি ছিলেন কৈয়গ্রাম হেমায়াতুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, পেন্ডার পাড়া আল আমান জামে মসজিদের সভাপতি মাওলানা শামসুল হক ও চট্টগ্রাম কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।