মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেছেন, দ্বীনি খেদমত ও মানবসেবায় কাজ করার মধ্যে অসীম আনন্দ পাওয়া যায়। এতে আল্লাহ পাকের সন্তুষ্টি ও অশেষ সওয়াব ও অর্জিত হয়। তিনি বলেন, নানাভাবে অসহায় দুস্থ মানুষের সেবাসহ দেশব্যাপী দ্বীনি কর্মকাণ্ড পরিচালনা করছে মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডার ট্রাস্ট। তিনি অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। মাইজভাণ্ডারী ট্রাস্টের ৭ম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল মঙ্গলবার মাইজভাণ্ডার দরবার শরীফের রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সেমিনার হলে ট্রাস্টের বার্ষিক সাধারণ সভায় মহাসচিব অ্যাডভোকেট আলহাজ্ব কাজী মহসীন চৌধুরী ট্রাস্টের মানবিক ও সেবামূলক নানা দ্বীনি কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি ট্রাস্টের কার্যক্রমকে আরো গতিশীল করতে ট্রাস্ট সদস্যদেরকে আন্তরিকভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের কার্যকরী পরিষদের সদস্য মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।