দ্বীনি ও আধুনিক শিক্ষা দিয়ে সৎ ও দেশপ্রেমিক মানুষ গড়তে হবে

সিদ্দিকে আকবর (রা.) মডেল সুন্নিয়া হিফজ একাডেমির মাহফিলে বক্তারা

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:৫৬ পূর্বাহ্ণ

আনোয়ারা বরুমচড়া হযরত সিদ্দিকে আকবর (রা.) মডেল সুন্নিয়া হিফজ একাডেমির হেফজ সমাপ্তকারীদের দস্তারবন্দী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৪ ডিসেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মুন্সি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারখাইন জামেয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক শওকী। উদ্বোধক ছিলেন অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন ছোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আশেকুর রহমান আলকাদেরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে মাদ্রাসা শিক্ষাধারায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। দ্বীনি ও আধুনিক শিক্ষা দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সৎ, নীতিবান দেশপ্রেমিক ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষার প্রসার ছাড়া সৎ মানুষ গড়া অসম্ভব। প্রধান অতিথি অধ্যক্ষ আবদুল খালেক শওকী বলেন, সন্তানদেরকে দ্বীনি ও আধুনিক উভয় শিক্ষা দিতে হবে। তবেই তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। শাহাদাত হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, মাওলানা মুখতার আহমদ। আলোচক ছিলেন, মনির আহমদ চৌধুরী, মাওলানা আবু বকর নূরী, সোহেল আমিন, এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী, আবদুল আলিম, হাফেজ মাওলানা শফিউল আলম আল কাদেরী, মাওলানা আবদুর রহিম আনোয়ারী, মাওলানা শাহজাহান আনোয়ারী, মাওলানা আমান উল্লাহ, হাফেজ মাওলানা নঈম, হাফেজ শাহাদাত হোসাইন, হাফেজ মাওলানা সোলাইমান আলকাদেরী প্রমুখ। অনুষ্ঠানে হেফজ সম্পন্নকারী হাফেজদের পাগড়ি পরিয়ে দেন এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।..

পূর্ববর্তী নিবন্ধঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের
পরবর্তী নিবন্ধহাদি হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার দাবি