দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

পটিয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে ইদ্রিস মিয়া

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:৪৮ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে হযরত চিকন খলিফা সিদ্দিক আহমদ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি শিক্ষাবিদ মোহাম্মদ ইব্রাহিম হাসান খোকনকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি শনিবার দুপুরে মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী সিদ্দিক আহমদ নঈমীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে যোগ্য ও সৎ নেতৃত্বের বিকল্প নেই। এই মাদ্রাসা আমার হৃদয়ের একটি অংশ। আমি এটি প্রতিষ্ঠা করেছি ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে দেওয়ার জন্য। সংবর্ধিত অতিথি মোহাম্মদ ইব্রাহিম হাসান খোকন বলেন, এই সংবর্ধনা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি এ মাদ্রাসার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন শিকদার, নাজিম উদ্দীন এবং মাওলানা শরীফ উল্লাহ আশেকী। মাদ্রাসার শিক্ষকশিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন কোহিনুর আকতার, সাজেদা আক্তার, ঝিনু মল্লিক, মাওলানা আফসার, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আবদুল মাবুদ, সাজেদুল ইসলাম, আবদুল করিম এবং বিসমা বিনত করিম নিহা প্রমুখ। কুরআন তিলাওয়াত, নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্কের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ