বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সমস্ত দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তায়ালা রাসূল (স.) কে পাঠিয়েছিলেন। আমাদেরও একই কাজ করতে হবে। আর সমস্ত বাতিলের উপর দ্বীনকে বিজয়ী করতে রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার মাধ্যমে অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুতি পূরণ করবে। যারা সুষ্ঠু নির্বাচন চায় না, তারাই নির্বাচনের বিরোধিতা করছে। তারা যেনতেন একটি নির্বাচন দিয়ে পুরোনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। গত ২২ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরঘাট থানার উদ্যোগে থানার কার্যালয়ে ষরুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন থানা আমির মুহাম্মদ আবদুল গফুর এবং সঞ্চালনা করেন থানার সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজি। বিশেষ অতিথি হিসেবে দারসুল কোরআন পেশ করেন পতেঙ্গা থানার নায়েবে আমির উপাধ্যক্ষ মাওলানা ড. আবদুল মোতালেব।
বক্তব্য দেন, থানা নায়েব আমির ডা. আবদুল মতিন তালুকদার, সহকারী সেক্রেটারি ফজলে এলাহী মুহাম্মদ শাহীন, প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসাইন, ২৮ নম্বর ওয়ার্ড আমির কবির আহমদ, ২৯ নম্বর ওয়ার্ড আমির মুহাম্মদ ইব্রাহীম, ৩০ নম্বর ওয়ার্ড আমির হারুন অর রশিদ দিদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।