ভূকম্পন হচ্ছে নিজের অস্তিত্বে,
সংশয় এসে দাঁড়ালো চেতনায়,
চোরাবালিতে হারিয়ে যাওয়ার অভিপ্রায়ে
দাঁড় করিয়ে দিলে। চেয়ে ছিলাম
প্রেমময় কিছু স্বপ্ন, ফিরিয়ে
নিলে হাতটি, অনন্ত–পানে
দৃষ্টি ফিরিয়ে নিলে। এমন
অসাধ্য কি, ক্ষণিকের প্রাণ
মলিন হয়ে যায়, সময় ফুরায়,
তা–ও দৃষ্টি ফিরিয়ে নিও না।
সীমাহীন চাওয়া তোমার ভালবাসা,
তোমার হাসিমাখা মুখে হারিয়ে
যায় আমার সকল দ্বিধা।