দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের পথে ওয়াসফিয়া

| মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

প্রথম বাংলাদেশি হিসাবে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে২-তে চড়তে যাচ্ছেন পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। রোববার একটি পর্বতারোহী দলের সঙ্গে পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কে২ বেইজ ক্যাম্পে পৌঁছার কথা নিজের ইনস্টাগ্রাম পাতায় জানান ওয়াসফিয়া। খবর বিডিনিউজের।

স্থানীয়ভাবে চোগোরি নামে পরিচিত কে২ পর্বতের পাশাপাশি ব্রড পিকেও উঠবে ওয়াসফিয়ার দল। ব্রড পিক স্থানীয়ভাবে পরিচিত ফাইচান কাংরি নামে। ইনস্টাগ্রামে বেইজ ক্যাম্পে নিজের ছবি দিয়ে ওয়াসফিয়া লিখেছেন, কে২ এর হৃদয় থেকে শুভেচ্ছা।

পুরো সময়ে নেটওয়ার্ক না থাকায় দুঃখ প্রকাশ করছি। আরেকটা ছবি দিয়ে এভারেস্টজয়ী এই বাংলাদেশি নারী বলেন, মহান পিতা চোগোরিকে বা কে২ দেখে পুরো সময় কেঁদেছি আমি।

‘হিংস্র পর্বত’ নামে পরিচিত কে২ অনেক পর্বতারোহীর বিবেচনায় এভারেস্টের চেয়েও দুর্গম। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ৮ হাজার ৬১১ মিটার উঁচু।

পূর্ববর্তী নিবন্ধদেশে ৫ থেকে ১২ বছর বয়সীরা পাবে ফাইজারের টিকা
পরবর্তী নিবন্ধমহানগর আ. লীগের ওয়ার্ড সম্মেলন শুরু হচ্ছে আজ