দ্বিতীয় সন্তানের মুখ দেখা হলো না প্রবাসী হেলালের

রাউজান প্রতিনিধি | সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৪:৪০ পূর্বাহ্ণ

সাত মাস বয়সী দ্বিতীয় কন্যা সন্তানের মুখ দেখার জন্য দেশে আসার কথা ছিল রাউজানের ওমান প্রবাসী মো. হেলালের (৪০)। ভাগ্যের নির্মম পরিহাস কল্পনার ফুটফুটে কন্যার মুখ আর দেখা হলোনা তার। প্রবাসে কর্মস্থলে এক দুর্ঘটনায় তাকে চলে যেতে হল না ফেরার দেশে।

গত ৩১ ডিসেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রবাসী স্বজনরা জানিয়েছেন আগের দিন শুক্রবার তিনি একটি নির্মাণাধীণ ভবনে কাঠের সিলিং খুলছিলেন। হঠাৎ ওই সিলিং মাথার উপর পড়লে তিনি গুরুতর আহত হয়। সেখানে কর্মরত অন্যান্যরা তাকে দ্রুত হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। নিহত প্রবাসী হেলাল রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টিলাপাড়া এলাকার মো. আবদুল মালেকের ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক। তার স্বজনরা বলেছেন প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে আগামী ১০ জানুয়ারী মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে। এদিকে এই দুর্ঘটনার সংবাদ দেশে এসে পৌঁছলে হেলালের পরিবারে শোকের মাতম শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় তায়কোয়ানদো প্রতিযোগিতায় অংকুর স্কুলের ছাত্রীর কৃতিত্ব
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বর্ষ সমাপনী ব্যাডমিন্টন টুর্নামেন্ট