চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বের ২য় রাউন্ড শেষে পুর্ন ২ পয়েন্ট নিয়ে ১২ জন শীর্ষে আছে। গতকাল রবিবার সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত ২য় রাউন্ডে খেলায় চট্টগ্রামের মালেক–কঙবাজারে সারোয়ারকে পরাজিত করে। এছাড়া কক্সবাজারের সাকেরউল্লা– চট্টগ্রামের সুলতানকে, চট্টগ্রামের দিব্য একই জেলার মহসিনকে, চট্টগ্রামের রাব্বি সেলিম–একই জেলার মিজানকে, চট্টগ্রামের প্রাঞ্জল–রাঙ্গামাটি দীপংকর কে, চট্টগ্রামের এডভোকেট টিটু–একই জেলার ডাঃ শাখাওয়াতকে, চট্টগ্রামের তুষিন–একই জেলার মুসনাবিনকে, কুমিল্লার রবিউল–চট্টগ্রামের ইমনকে, কক্সবাজারের সুদীপ্ত–চট্টগ্রামে নাজমুলকে, কক্সবাজারের হামিদ–চট্টগ্রাম বিভাগের আফরাজকে, চট্টগ্রামের শুভ্রজিত–সাইফুলকে, জাকারিয়া–আদিয়াকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাঈম–চট্টগ্রামের ঈশান কে, চট্টগ্রামের রিক কিশোর–একই জেলার মুজিবুর কে, চট্টগ্রামের সুফিয়ান–একই জেলার আনুষ্কাকে, চট্টগ্রামের আবিদ মাহাদী–একই জেলার রিয়াদকে, বাংলাদেশ রেলওয়ে অনিন্দ্য রিক–চট্টগ্রামের আইলানকে, চট্টগ্রামের নাজিফ–একই জেলার কামালকে, চট্টগ্রামের সুদীপ্ত–ফয়সালকে, চট্টগ্রামের আহনাফ–খাগড়াছড়ি বিহারীকে, নিলোত্তপাল–আনোয়ারুলকে, নুর উদ্দীন–সৌমিত্রকে পরাজিত করে। এছাড়া জাহাঙ্গীর ও রত্নজয় এবং ইকরাম বাবু–রবীন এর মধ্যাকার খেলাগুলো ড্র হয়েছে। ইফতেখার আলম এবং বেলাল হোসেন ওয়াকওভার লাভ করে । বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্ট ৫ দিন ব্যাপী সুইচলীগ পদ্ধতিতে ৭ রাউন্ড অনুষ্ঠিত হবে। যা আগামী ২০ আগষ্ট পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টে চট্টগ্রাম, জেলা, চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা জেলা, বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নরাসহ মোট ৫৬ জন দাবাড়ু অংশগ্রহন করছে। টুর্নামেন্টের শীর্ষ ৫ জন আগামী ৫ই সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ বি তে অংশ গ্রহন করার সুযোগ পাবে।