দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে ১২ জন

৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বের ২য় রাউন্ড শেষে পুর্ন ২ পয়েন্ট নিয়ে ১২ জন শীর্ষে আছে। গতকাল রবিবার সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত ২য় রাউন্ডে খেলায় চট্টগ্রামের মালেককঙবাজারে সারোয়ারকে পরাজিত করে। এছাড়া কক্সবাজারের সাকেরউল্লাচট্টগ্রামের সুলতানকে, চট্টগ্রামের দিব্য একই জেলার মহসিনকে, চট্টগ্রামের রাব্বি সেলিমএকই জেলার মিজানকে, চট্টগ্রামের প্রাঞ্জলরাঙ্গামাটি দীপংকর কে, চট্টগ্রামের এডভোকেট টিটুএকই জেলার ডাঃ শাখাওয়াতকে, চট্টগ্রামের তুষিনএকই জেলার মুসনাবিনকে, কুমিল্লার রবিউলচট্টগ্রামের ইমনকে, কক্সবাজারের সুদীপ্তচট্টগ্রামে নাজমুলকে, কক্সবাজারের হামিদচট্টগ্রাম বিভাগের আফরাজকে, চট্টগ্রামের শুভ্রজিতসাইফুলকে, জাকারিয়াআদিয়াকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাঈমচট্টগ্রামের ঈশান কে, চট্টগ্রামের রিক কিশোরএকই জেলার মুজিবুর কে, চট্টগ্রামের সুফিয়ানএকই জেলার আনুষ্কাকে, চট্টগ্রামের আবিদ মাহাদীএকই জেলার রিয়াদকে, বাংলাদেশ রেলওয়ে অনিন্দ্য রিকচট্টগ্রামের আইলানকে, চট্টগ্রামের নাজিফএকই জেলার কামালকে, চট্টগ্রামের সুদীপ্তফয়সালকে, চট্টগ্রামের আহনাফখাগড়াছড়ি বিহারীকে, নিলোত্তপালআনোয়ারুলকে, নুর উদ্দীনসৌমিত্রকে পরাজিত করে। এছাড়া জাহাঙ্গীর ও রত্নজয় এবং ইকরাম বাবুরবীন এর মধ্যাকার খেলাগুলো ড্র হয়েছে। ইফতেখার আলম এবং বেলাল হোসেন ওয়াকওভার লাভ করে । বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্ট ৫ দিন ব্যাপী সুইচলীগ পদ্ধতিতে ৭ রাউন্ড অনুষ্ঠিত হবে। যা আগামী ২০ আগষ্ট পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টে চট্টগ্রাম, জেলা, চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা জেলা, বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নরাসহ মোট ৫৬ জন দাবাড়ু অংশগ্রহন করছে। টুর্নামেন্টের শীর্ষ ৫ জন আগামী ৫ই সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ বি তে অংশ গ্রহন করার সুযোগ পাবে।

পূর্ববর্তী নিবন্ধরাফি স্মৃতি টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল
পরবর্তী নিবন্ধবাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদ গঠিত