চট্টগ্রাম জেলা ও মহানগর পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালক ফুটবল টুর্নামেন্টে গতকাল শনিবার তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় জিতে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে হাটহাজারী, সন্দ্বীপ ও বন্দর থানা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালিকা ফুটবল টুর্নামেন্টের নির্ধারিত খেলাটিতে হাটহাজারী উপজেলা না আসায় মীরসরাই উপজেলা ওয়াকওভার লাভ করে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বালক ইভেন্টে মহানগরী জোনের বন্দর থানা টাইব্রেকারে ৪-২ গোলে চান্দগাঁও থানাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলায় কোন দলই গোল করতে পারেনি। উভয় দল আক্রমন ও পাল্টা আক্রমনে খেললেও খেলার বন্ধ্যাত্ব গোছাতে পারেনি। ফলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত উত্তর জোনের প্রথম খেলায় হাটহাজারী উপজেলা চমৎকার খেলে ৪-০ গোলে মীরসরাই উপজেলার বিরুদ্ধে জয়ী হয়। দলের পক্ষে ওসমান ২ টি, ইসমাঈল ও অয়ন দাশ ১ টি করে গোল করেন। দিনের অপর খেলায় সন্দ্বীপ উপজেলা টাইব্রেকারে ৩-২ গোলে রাঙ্গুনিয়া উপজেলাকে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতাময় খেলাটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র ছিল। সন্দ্বীপের পক্ষে মাহমুদুল হাসান ও অয়ন রায় এবং রাঙ্গুনিয়ার পক্ষে ইমরান ও মিসকাত গোল করেন। পরবর্তীতে আর কোন পক্ষই গোল করতে পারেনি ফলে রেফারীকে ফলাফল নির্ধারন করার জন্য টাইব্রেকারে যেতে হয়। আর এতে রাঙ্গুনিয়ার খেলোয়াড়দের ব্যর্থতায় জয়লাভ করে সন্দ্বীপ উপজেলা।
আজও বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চারটি খেলা অনুষ্ঠিত হবে। বালিকা ইভেন্টে আনোয়ারা উপজেলা এবং বাঁশখালী উপজেলা সকাল ৯.৩০ মি: প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর সকাল সকাল ১০.৩০ টায় খেলবে বোয়ালখালী উপজেলা এবং কর্ণফুলী উপজেলা। বালক ইভেন্টে আনোয়ারা উপজেলা এবং বাঁশখালী উপজেলা বিকাল ৩টায় অংশ নেবে। বিকাল ৪.৩০ টায় প্রতিদ্বন্দ্বিতা করবে বোয়ালখালী উপজেলা এবং কর্ণফুলী উপজেলা। সব খেলাই চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।