সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজে এগিয়ে যাওয়ায় দ্বিতীয় ম্যাচেও জয় পাবে দায়িত্বহীন ব্যাটিং বড় পরাজয় মেনে নিতে হয় টাইগার নারীদের। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় নারীরা। ফলে শেষ ম্যাচটি পরিণত হয়েছে ফাইনালে। গতকাল মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত করেছিল ২২৮ রান। জবাব দিতে নেমে ১২০ রানেই থামে স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে নামা ভারত পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায়। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মারুফা আক্তার। ১৩ বলে ৭ রান করা প্রিয়া পুনিয়াকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙ্গেন মারুফা। বাংলাদেশকে পরের উইকেটও এনে দেন মারুফা। তার বলে সোজা খেলেছিলেন স্মৃতি মান্ধানা। মারুফার হাত ছুয়ে বল লাগে স্ট্যাম্পে। নন স্ট্রাইকে থাকা ইয়াস্তিকা ভাটিয়া ফিরেন ২৩ বলে ১৫ রান করে রান আউট হয়ে । এরপর হারমানপ্রিত কৌরের সঙ্গে ২৮ রান যোগ করে আউট হয়ে যান স্মৃতিও। তাকে ফেরান লেগ স্পিনার রাবেয়া খাতুন। ৫৮ বলে ৩৬ রান করেন স্মৃতি। এরপর জেমাইমা রদ্রিগেজকে নিয়ে দলকে এগিয়ে নেন হারমানপ্রিত। ৯১ বলে তাদের ৭৩ রানের জুটি অবশ্য ভাঙতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত হাতে ব্যথা পেয়ে রিটায়ার্ড হার্ট হন হারমান। ৩৬ বলে ২৫ রান করে হারলিন দেওল আউট হয়ে গেলে আবার ব্যাটিংয়ে নামেন হারমানপ্রিত। পরের জুটিতে ১৫ বলে ২৫ রান করেন দুজন। ৯ চারের সাহায্যে ৭৮ বলে ৮৬ রান করে নাহিদার বলে ফিরেন জেমাইমা। এরপর ৮৮ বলে ৫২ রান করে ফিরেন হারমান। বাংলাদেশের পক্ষে দুই উইকেট করে নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৯ বলে ২ রান করে আউট হন শারমিন আক্তার। এরপর ১৯ বলে ১২ রান করে ফিরেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। একাদশে ফেরা লতা মন্ডলও ফিরেন ৯ রান করে। ৩৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ আশা দেখছিল ফারজানা হক ও রিতু মণির জুটিতে। কিন্তু তাদের জুটি ভাঙতেই বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। ১৪ রানে শেষ সাত উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এর মধ্যে তিনটি ছিল স্ট্যাম্পিং। শুরুটা হয় ফারজানাকে দিয়ে। দেবিকা ভাদিয়ার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে ৫টি চারের সাহায্যে ৮১ বলে ৪৭ রান কনে তিনি। এরপর ৪৬ বলে ২৭ রান করে আউট হন আউট রিতু মনি। এ দুজনই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। পরের সাত ব্যাটারের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। ফলে ৩৫.১ ওভারে ১২০ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের ৩.১ ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জেমাইমা। তিনটি উইকেট নিয়েছেন দেবিকা। ম্যাচ সেরা হয়েছেন জেমাইমা রদ্রিগেজ। আগামী শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে একই মাঠে।