দ্বিতীয় ম্যাচেও জয় দেখছে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের স্বপ্ন দেখছে চট্টগ্রাম বিভাগ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান ম্যাচের তৃতীয় দিন শেষে বেশ ভাল অবস্থানে আছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে পিনাক ঘোষের সেঞ্চুরির পর বল হাতে হাসান মুরাদের ঘুর্নির মুখে পড়ে বেশ শক্ত অবস্থানে চট্টগ্রাম। এরই মধ্যে ১৭৮ রানে এগিয়ে মোমিনুল হকের দল। আজ ম্যাচের শেষ দিন। আজ অন্তত এক সেশন ব্যাট করার পর প্রতিপক্ষ ঢাকা মেট্রোকে লক্ষ্য ছুড়ে দিতে পারে চট্টগ্রাম। হয়তো আজ সেটাই করবে মোমিনুলরা। চট্টগ্রাম নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪০২ রান করে ইনিংস ঘোষনা করেছিল। জবাবে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো তাদের প্রথম ইনিংসে ২৬৭ রান করতে সক্ষম হয়। চট্টগ্রামের বাঁ হাতি স্পিনার হাসান মুরাদ ৭২ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ২৬৭ রানে বেধে ফেলে। ঢাকা মেট্রোর পক্ষে সর্বোচ্চ ৭১ রান আসে জাহিদুজ্জামানের ব্যাট থেকে। ৬৮ রান করেন শামসুর রহমান। প্রথম ইনিংসে ১৩৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা চট্টগ্রাম অবশ্য শুরুতেই হারায় প্রথম ইনিংসে সেঞ্চৃুরিয়ান পিনাক ঘোষকে। প্রথম ইনিংসে ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা পিনাক এই ইনিংসে ফিরেছেন ৪ রান করে। তবে দ্বিতীয় উইকেটে সাদিকুর রহমান এবং মাহমুদুল হাসান জয় মিলে দিনের বাকি সময়টা পার করে দিয়ে আসেন। দিন শেষে এক উইকেটে ৪৩ রান করে চট্টগ্রাম। সাদিকুর ১৯ এবং মাহমুদুল হাসান জয় ২০ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামবেন। এখন দেখার বিষয় আজ কতক্ষন ব্যাট করে চট্টগ্রাম আর প্রতিপক্ষের সামনে কত লক্ষ্য দাঁড় করায়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের কাছে ক্ষমা চাইলেন ম্যাচ রেফারি
পরবর্তী নিবন্ধমোহরায় মার্শাল আর্ট একাডেমির ছাত্রদের বেল্ট প্রদান সম্পন্ন