দ্বিতীয় মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক মিনার মনসুর। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫ এর ধারা-১০ (২) অনুযায়ী মিনার মনসুরকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ করা হলো।এর আগে ২০১৯ সালে এই পদে দায়িত্ব গ্রহণ করেন মিনার মনসুর। দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে আমাদের বেশ কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছি। সেই কাজের ধারাবাহিকতা বজায় রাখব। পাশাপাশি সারা দেশের পাঠাগারগুলোকে আরও সক্রিয় করাটাই হবে বড় চ্যালেঞ্জ।
মিনার মনসুর সম্পাদক, প্রকাশক ও সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পঁচাত্তর-পরবর্তীকালে। চরম প্রতিকূলতার মধ্যে ১৯৭৯ সালে প্রকাশ করেন ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ নামে গ্রন্থ। মিনার মনসুরের জন্ম ২০ জুলাই ১৯৬০ সালে, চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে।