দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৭ বছর পর নিখোঁজ বিমানের সন্ধান

| শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৭ বছর পর নিখোঁজ বিমানের সন্ধান পাওয়া গেছে ভারতের প্রত্যন্ত হিমালয় এলাকায়। বিমানটি বিধ্বস্ত হয়ে সব আরোহী মারা গিয়েছিলেন। একটি অনুসন্ধানী দল এই বিধ্বস্ত বিমান শনাক্ত করেছে। এই অভিযানকালে অংশ নেয়া ৩ গাইডের মৃত্যু হয়েছে। খবর বাসসের।
১৯৪৫ সালের প্রথম সপ্তাহে সি-৪৬ পরিবহন বিমানটি দক্ষিণ চীনের কুনমিং থেকে ১৩ যাত্রি নিয়ে উড্ডয়ন পথে ভারতের অরুণাচল রাজ্যের পার্বত্য এলাকায় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়। অনুসন্ধান মিশনের প্রধান যুক্তরাষ্ট্রের অভিযাত্রী ক্লেটন কুহলেস বলেছেন, পরে এই বিমানটি নিখোঁজ হওয়া নিয়ে আর কোন কথা শোনা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধঘানার পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে নিহত ১৭ আহত ৫৯
পরবর্তী নিবন্ধকাজাখস্তানে ফের বিক্ষোভে জড়ালে মেরে ফেলার হুমকি