দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিপজ্জনক দশকের মুখে বিশ্ব: পুতিন

পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটে হামলার হুমকি রাশিয়ার

| শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের জন্য আসছে দশক হতে চলেছে ‘সবচেয়ে বিপজ্জনক’। পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন,তারা বিপজ্জনক, রক্তাক্ত, নোংরা খেলা খেলছে। বিশ্বের বেশির ভাগ সমস্যা সৃষ্টির জন্য পশ্চিমাদেরকে দোষারোপ করেছেন পুতিন; এমনকী নিজের ইউক্রেইন আগ্রাসনের জন্যও তিনি পশ্চিমাদের দায়ী করার প্রয়াস নিয়েছেন।

মস্কো-ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘ভালদাই ডিসকাশন ক্লাব’ এর সদস্যদের উদ্দেশে বক্তব্যে গতকাল বৃহস্পতিবার পুতিন বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন সামনে আছে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ একটি দশক। পরিস্থিতিটা কিছু মাত্রায় বৈপ্লবিক। গোটা বিশ্ব ব্যবস্থার টেকটনিক পরিবর্তনের ক্ষেত্রে ইউক্রেন যুদ্ধ একটি অংশ মাত্র। বিশ্বের বিভিন্ন বিষয়ে পশ্চিমাদের একাধিপত্যের ঐতিহাসিক সময় শেষ হয়ে আসছে। একমেরু বিশ্ব অতীতের বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

এদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হলে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বাণিজ্যিক স্যাটেলাইটগুলো রাশিয়ার বৈধ টার্গেটে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা। ১৯৫৭ সালে মনু্‌ষ্যনির্মিত প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুৎনিক-১ এবং ১৯৬১ সালে মহাশূন্যে প্রথম মানুষ পাঠানো রাশিয়ার মহাকাশে যুদ্ধ চালানোর অস্ত্রভাণ্ডার যুক্তরাষ্ট্র ও চীনের মতোই বেশ সমৃদ্ধ। ২০২১ সালে দেশটি তাদের নিজেদের একটি উপগ্রহ ধ্বংসে স্যাটেলাইটবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও ছুড়েছিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক কনস্টান্টিন ভোরনৎসভ জাতিসংঘে বলেছেন, পশ্চিমা আধিপত্য কায়েমে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা মহাকাশকে ব্যবহার করার চেষ্টা করছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী হয়েও ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হবেন না সুনাক
পরবর্তী নিবন্ধমাছ ধরতে জেলেরা সাগরে