চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী মাদারবাড়ি শোভনীয় ক্লাবের খেলোয়াড় দলবদল কার্যক্রম চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন কার্যালয় শুরু হয়েছে। দলবদলে ফিরিঙ্গিবাজার লাকি স্টার ক্লাব থেকে নুরুদ্দিন এবং আগ্রাবাদ কমরেড ক্লাব থেকে মোহাম্মদ হাফিজ শোভনীয়া ক্লাবে নাম লেখান। এই সময় উপস্থিতি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি এস এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি তাহের উল আলম স্বপন, সাধারণ সম্পদক আ ন ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দীন শামীম, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আবুল হাশেম, গোলাম রহমান হাসান, সিজেকেএস ফুটবল সম্পাদক (ভারপ্রাপ্ত) আখতারুজ্জামান, সিডিএফএ যুগ্ন সম্পাদক ইয়াসির আরাফাত পাপলু, নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিল লায়ন এম এ মুছা বাবলু। মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন লিটন ও ক্রীড়া সম্পাদক আলোউদ্দীন ভূইয়া।