দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের সুপার ফোর পর্বে কিষোয়ানের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

বনফুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের সুপার ফোর পর্ব গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে এদিন দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় কিষোয়ান স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। তারা ১-০ গোলে মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে খেলার ৩৫ মিনিটের সময় একমাত্র গোলটি করেন বিজয়ী দলের ইকবাল। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় সিএমপি ফুটবল দল এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীন ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। খেলার ৮ মিনিটের সময় সিএমপি খেলায় এগিয়ে যায়। এ সময় গোল করেন দলের মুন্না (১-০)। এরপর খেলার ৩৯ মিনিটে সে গোল পরিশোধ করে দেয় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ। ডান প্রান্ত থেকে বল আসে গোলমুখে। সেখানে থাকা নওজোয়ান গ্রীনের জাহেদের পায়ে লেগে বল জালে ঢুকে যায় (১-১)। বাকি সময় দু’দল আর গোলের দেখা পায়নি।
আজ সুপার ফোর পর্বের কোন খেলা নেই। রেলিগেশন পর্বের দুটি খেলা আজ বুধবার অনুষ্ঠিত হবে। দুপুর ১.৩০টায় প্রথম খেলায় লিটল ব্রাদার্স-হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা এবং বিকাল ৩টায় দ্বিতীয় খেলায় পাইরেট্‌্‌স অব চিটাগাং এবং রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থা অংশ নেবে। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে স্টেশন কলোনি ফ্যানস ক্লাবের ফুটসাল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধঅতি আত্মবিশ্বাসে ভেসে যাচ্ছে না বাংলাদেশ