দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের সুপার ফোর পর্ব আজ শুরু

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১:২৩ অপরাহ্ণ

বনফুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের সুপার ফোর পর্ব আজ থেকে শুরু হচ্ছে। আজ ৪ জানুয়ারী এই পর্বের দুটি খেলা অনুষ্ঠিত হবে। এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম খেলায় অংশ নেবে কিষোয়ান স্পোর্টিং ক্লাব-মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাব(দুপুর-১.৩০টা),একই মাঠে দ্বিতীয় খেলায় অংশ নেবে সিএমপি ফুটবল দল-আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ (বিকাল-৩টা)।
এদিকে বনফুল ২য় বিভাগ ফুটবল লিগের রেলিগেশন পর্বের খেলা গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম খেলায় রাঙ্গুনীয়া উপজেলা ক্রীড়া সংস্থা ০-০ গোলে লিটল ব্রাদার্সের সাথে ড্র করে। দিনের অপর খেলায় পাইরেট্‌স অব চিটাগাং ৪-০ গোলে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধকাজল ফুটবল একাডেমি পাইওনিয়ার দলের অনুশীলন শুরু
পরবর্তী নিবন্ধমনসুরাবাদ ক্রিয়েটিভ ক্লাবের মিনি ক্রিকেট টুর্নামেন্ট শুরু