চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে গতকাল জয় পেয়েছে চিটাগাং রয়্যালস এবং সিটি ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ম্যাচে চিটাগাং রয়্যালস ১ উইকেটে হারিয়েছে ওপিএ কে। সকালে টসে জিতে ব্যাট করতে নামা ওপিএ উদ্বোধনী জুটিতে ৩২ রান যোগ করে। এরপর বলতে গেলে দলকে একাই টেনেছেন ওমর ফারুখ। তাকে কেউ সহায়তা দিতে পারেনি। একপ্রান্ত আগলে রেখে দলকে টেনে নেওয়া ওমর ফারুখ অপর প্রান্তে কেবলই সতীর্থদের আসা যাওয়া দেখেছেন। শেষ পর্যন্ত তার দল অল আউট হয়েছে ৪৯.৫ ওভারে ১৮৫ রান করে। ওমর ফারুখ অপরাজিত ছিলেন ৭২ রান করে। তার ইনিংসে ৭টি চারের মার ছিল। এছাড়া দলের পক্ষে সাহেদ ১৫, হুমায়ুন ১৩, বিশপ ২১, মনজুর ১৪ এবং সাকিব করেন ১৪ রান। চিটাগাং রয়্যালসের পক্ষে ৩৬ রানে ৫টি উইকেট নিয়েছেন রিয়াদ। ২টি উইকেট নিয়েছেন সাদ্দাম। জবাবে ব্যাট করতে নামা চিটাগাং রয়্যালস হারুন রশিদের হাফ সেঞ্চুরির উপর ভর করে ৩৫.২ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। হারুন করেন ৫৩ বলে ৫৭ রান। তিনি ৭টি চার এবং একটি ছক্কা মেরেছেন। এছাড়া জাহেদ ৩২, জোবায়ের ২৮, রিয়াদ ১৭, আনোয়ারুল ১১ এবং সাদ্দাম করেন ১০ রান। ওপিএ এর পক্ষে ৩টি উইকেট নিয়েছেন আবু বক্কর। ২টি উইকেট নিয়েছেন আরিফ।
সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে সিটি ক্লাব ৩ উইকেটে হারিয়েছে পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠীকে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলের কোন ব্যাটারই দাঁড়াতে পারছিল না। কেবল আমজাদ হোসেন বাবু দুই অংকের ঘরে যেতে পেরেছে। তার ৩০ রানের ইনিংসটি লজ্জার হাত থেকে বাঁচিয়েছে দুর্বারকে। ২২.৫ ওভারে মাত্র ১০০ রান করে অল আউট হয় দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী। আমজাদ করেন ১৯ বলে ৩০ রান। আর কোব ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেনি। সিটি ক্লাবের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন জিয়াউল হোসেন। ৩টি উইকেট নিয়েছেন আবু বক্কর। ২টি উইকেট নিয়েছেন সৌরভ। জবাবে ব্যাট করতে নামা সিটি ক্লাব ৩৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ৪০ রান করেন সাদ্দাম হোসেন। ১৭ রান করেন আইয়ুব। ১১ রান করেন সোহেল। পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষে ৩টি উইকেট নিয়েছেন শাহাদাত। ২টি উইকেট নিয়েছেন শহীদুল।
এর আগে গত মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান মেসার্স বাকলিয়া কন্সট্রাকশন এর স্বত্বাধিকারী মো: সোলাইমান, সহ–সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম, ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, গোলাম মহিউদ্দিন হাসান, আ.ন.ম ওয়াহিদ দুলাল, মো: দিদারুল আলম, সাবেক নির্বাহী সদস্য জসিম উদ্দীন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্ল্যা চৌধুরী, সাইফুল আলম খাঁন, আলী হাসান রাজু।