দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে পিডিবির জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

মুজিববর্ষ সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে পিডিবি আরসি জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার মহিলা কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৩ উইকেটে কল্লোল সংঘ গ্রীনকে পরাজিত করে। টসে জিতে কল্লোল সংঘ গ্রীন প্রথমে ব্যাট করতে নামে। ৪৩.৫ ওভার খেলে তারা ১৭২ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে আনিসুল ইসলামের ব্যাট থেকে। তিনি ৬৭ বল খেলে ৫৩ রান করেন। এছাড়া আরিফুল হক ৩৪, বিশপ চৌধুরী ২০ এবং ইমতিয়াজ নাইম ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩০ রান।
পিডিবির সাইদুল আলম ৩টি,মাইনউদ্দিন এবং মো. রাজন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান মেহেদী হাসান এবং মনিরুল হক। ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে পিডিবি আরসি ৪৭.৪ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে নেয়। দলের হয়ে শাহেদ হোসেন সর্বোচ্চ রান করেন। তিনি ৩৮ রানে অপরাজিত থাকেন। সাইদুল আলম করেন ৩২ রান। অন্যদের মধ্যে মনিরুল হক ২০, আবদুল হান্নান ১৯,মাইনউদ্দিন অপ. ১৮ এবং বি এস হোসেন টুটুল ১২ রান করেন। অতিরিক্ত রান হয় ২৫। কল্লোল গ্রীনের সাইফুল করিম ২২ রানে ৩টি উইকেট পান। ১টি করে উইকেট নেন আনিসুল ইসলাম, সজীব বৈরাগী, ওয়াহিদুর রহমান। এদিকে মাঠ সংকটের কারণে ২য় বিভাগ ক্রিকেট লিগের আগামী ৪ মার্চ হতে অনুষ্ঠেয় পরবর্তী খেলাসমূহ বডিলি শিফ্‌ট হয়ে ৮ মার্চ হতে মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগে ফ্রেন্ডস ক্লাবের জয়
পরবর্তী নিবন্ধইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে অংশগ্রহণ প্রসংগে