চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে পাথরঘাটা দুর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী। গতকাল সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে পাথরঘাটা দুর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী ৮ উইকেটে পরাজিত করে লিটল ব্রাদার্সকে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা লিটল ব্রাদার্সের ব্যাটাররা সুবিধা করতে পারেনি মোটেও। শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। বিশেষ করে শহীদুল আলম সাকিব এবং রইসুলের বোলিং তোপের মুখে পড়ে মোটেও সুবিধা করতে পারেনি লিটল ব্রাদার্স ব্যাটাররা। ফলে শুরু থেকেই উইকেট হারাতে থাকা লিটল ব্রাদার্স অল আউট হয় মাত্র ৯০ ওভারে। ১৯.২ ওভার ব্যাট করতে পেরেছে লিটল ব্রাদার্সের ব্যাটাররা। ২৫ রানে প্রথম উইকেট হারানো লিটল ব্রাদার্স এরপর আর দাড়াতেই পারেনি। উদ্বোধনী ব্যাটার আহনাফ খান ১৪ বলে ২৩ রান করেন। বাকিরা কেউ দাড়াতে পারেনি। দলের পক্ষে অণ্যান্যের মধ্যে হাসিবুর রহমান ১৩, অর্নব ১৯, তারেক ১০ এবং সাফায়েত ১২ রান ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। পাথরঘাটা দুর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্টীর পক্ষে শহীদুল আলম সাকিব ৬.২ ওভার বল করে মাত্র ২১ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। আর রইসুল ৯ ওভার বল করে ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
৯১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৬ রানে প্রথম উইকেট হারালেও পরের তিন ব্যাটার দারুণভাবে দলকে টেনে নিয়ে যান। দ্বিতীয় উইকেটে সাকিব এবং ইমরান ৩০ রান যোগ করেন। ২৯ বলে ২৮ রান করে ফিরেন সাকিব। এরপর ইমরান এবং রাসেল মিলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। মাত্র ১৩ ওভার খেলে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পাথরঘাটা দুর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী। ইমরান অপরাজিত ছিলেন ২৬ বলে ৪৫ রান করে। তিনি একটি চার এবং ৫টি ছক্কা মারেন। ১৮ বলে ১২ রান করে অপরাজিত থাকেন রাসেল। তিনি একটি চার এবং একটি ছক্কা মারেন। লিটল ব্রাদার্সের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন শাফায়েত এবং ফাহাদ।