দ্বিতীয় পর্বে কক্সবাজারের মুখোমুখি আজ চট্টগ্রাম

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

বান্দরবান থেকে ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রাম জেলা দল আজ মুখোমুখি হবে কক্সবাজার জেলা দলের। বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আজ বিকেল ৩ টায় শুরু হবে খেলা। এই ম্যাচটি কক্সবাজার দলের হোম ম্যাচ। কিন্তু গতমাসে একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্টেডিয়ামটিতে ব্যাপক ভাঙচুর হয়। ফলে কক্সবাজারের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যু বান্দরবানে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই ম্যাচের পর আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কক্সবাজার জেলা দলের বিপক্ষে নিজেদের হোম ম্যাচটি খেলবে চট্টগ্রাম।

টুর্নামেন্টের প্রথম পর্বে চট্টগ্রাম জেলা দল নিজেদের হোম ম্যাচে নোয়াখালী জেলা দলকে ১০ গোলে পরাজিত করেছিল। পরে অ্যাওয়ে ম্যাচে নোয়াখালী স্টেডিয়ামে স্বাগতিকদের সাথে ১১ গোলে ড্র করে। দুই লেগ মিলে ২১ গোলে এগিয়ে থাকায় দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয় চট্টগ্রাম জেলা দল। এই রাউন্ডে জয় পেলে ঢাকায় চূড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রাম।

এদিকে গতকাল বান্দরবান এসে পৌঁছেছে চট্টগ্রাম জেলা দল। কোচ নাজিম উদ্দিনের নেতৃত্বে অনুশীলন করেছে বান্দরবান স্টেডিয়ামে। দলের সব খেলোয়াড় সুস্থ এবং ফিট বলে জানিয়েছেন তিনি। দলের খেলোয়াড়রাও মুখিয়ে আছে আজ নিজেদের সেরাটা দিয়ে ম্যাচটা জিততে। প্রতিপক্ষ সম্পর্কে খুব বেশি ধারনা না থাকলেও প্রতিপক্ষকে সম্মানের চোখে দেখছেন চট্টগ্রামের খেলোয়াড়েরা। দলের ম্যানেজার সরওয়ার আলম চৌধুরী মনি জানিয়েছেন তারা এখান থেকে পুরো পয়েন্ট নিয়ে নির্ভার হয়ে নিজেদের মাঠে ফিরতি ম্যাচে নামতে চান। তাই দলের কাছ থেকে সেরাটা প্রত্যাশা করছেন তিনি। সবুজে ঘেরা বান্দরবান জেলা স্টেডিয়ামের মাঠ অবশ্য তেমন ভাল না। তারপরও বান্দরবানের ফুটবল কর্মকর্তারা চেষ্টা করছেন মাঠকে খেলার উপযোগী করে তুলতে। তবে সবকিছু ছাপিয়ে আজকের ম্যাচটা জেতাই চট্টগ্রামের মূল লক্ষ্য।

উল্লেখ্য, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দলসমূহের অংশগ্রহণে গত ৩০ আগস্ট হতে ৮টি অঞ্চলে বিভক্ত হয়ে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে শুরু হয়েছে। প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২ টি হোম ম্যাচ ও ৩২ টি এ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২ টি দল হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে। প্রত্যেক অঞ্চল হতে ২টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে। চূড়ান্ত পর্বে ৮টি রাউন্ড অব ১৬ এ খেলা, কোয়ার্টার ফাইনাল ৪টি, সেমি ফাইনাল ২টি খেলা এবং তৃতীয় স্থান নির্ধারণ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধএলাকার অসহায় মানুষদের হাতে ম্যাচ সেরার অর্থ দেবেন শরিফুল
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ৬ দফা বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি