দ্বিতীয় দিন টিসিবির পণ্য কিনলেন ২৩ হাজার ২৯৪ জন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নেওয়া উদ্যোগের প্রথম ধাপের দ্বিতীয় দিনে গতকাল সোমবার টিসিবি পণ্য কিনেছেন চট্টগ্রামের নগর ও উপজেলার ২৩ হাজার ২৯৪ জন। এর আগে প্রথম দিন অর্থাৎ গত রোববার কিনেছেন ৪৩ হাজার ৭১৩ জন। দুই কেজি সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও দুই কেজি চিনি ক্রয়ে প্রতি কার্ডধারিকে পরিশোধ করতে হচ্ছে ৪৬০ টাকা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) তৌহিদুল ইসলাম আজাদীকে বিসয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সারাদেশের মতো নগরীর ৪১ টি ওয়ার্ড, ১৫ টি উপজেলা ও ১৫ টি পৌরসভায় গতকাল টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ৮৪ টি ডিলারের হাত ধরে উপকারভোগীদের কাছে যাচ্ছে এ সেবা। এ কার্যক্রম দুই ধাপে চলবে। প্রতি ধাপেই চট্টগ্রামের ৫ লাখ ৩৫ হাজার ৮২ জন রেশন কার্ডধারির কাছে পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে বিক্রয় কার্যক্রম। প্রথম ধাপের কার্যক্রম শেষ হবে আগামী ৩০ মার্চ। এরপর রমজানের মাঝামাঝি সময়ে দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজারে শিশু-নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধগ্যাসের দাম ৩৩% বাড়ানোর সুপারিশ বিইআরসির