অভিযানের দ্বিতীয় দিনও নগরের বিভিন্ন স্থান থেকে ১৪টি অবৈধ গরুর হাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এসময় অবৈধভাবে গরুর হাট বসানোর দায়ে ছয় জনকে ২০ হাজার টাকার জরিমানা করা হয়।
গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের ভূ–সম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম। তিনি আজাদীকে বলেন, হালিশহর ২৬নং ওয়ার্ড, বড়পোল, উত্তর আগ্রাবাদ এবং কালামিয়া বাজার থেকে অবৈধ পশুর হাটগুলো উচ্ছেদ করা হয়। অবৈধ বাজারে যারা পশু নিয়ে এসেছেন তাদের নিকটস্থ বাজার বা পছন্দের হাটের পশু নিয়ে যেতে নির্দেশনা দেয়া হয়। তিনি বলেন, অবৈধভাবে হাট বসলে বৈধ বাজারের ইজারাদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এতে বৈধ বাজারের প্রতি তাদের আগ্রহ হমে যাবে এবং কর্পোরেশনও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই অবৈধ বাজার উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।












