দ্বিতীয় দিনে চারটি খেলার নিষ্পত্তি

অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্বসিডিএফএ অনূর্ধ্ব১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে চারটি খেলার নিষ্পত্তি হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গতকাল শুক্রবার অনুষ্ঠিত চারটি খেলায় জয় পেয়েছে সন্দ্বীপ ফুটবল একাডেমি, ব্রাদার্স ফুটবল একাডেমি,ইয়ং ফুটবল একাডেমি ও শোভানীয়া ফুটবল একাডেমি। সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে সন্দ্বীপ ফুটবল একাডেমি ১০ গোলে শিকলবাহা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলদাতা আমির হোসেন। সকালে দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স ফুটবল একাডেমি ৩০ গোলে একরাম ফুটবল একাডেমিকে পরাজিত করে। ব্রাদার্সের পক্ষে আমিনুল, সায়েম ও নেওয়াজ প্রত্যেকেই একটি করে গোল করে। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে ইয়ং ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪৩ গোলে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১১ গোলে ড্র ছিল। বিকেলে অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ খেলায় মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি ৩০ গোলে নেমা ফুটবল একাডেমিকে পরাজিত করে। শোভনীয়া পক্ষে একটি করে গোল দেয় অনিক, সায়েম ও জিসান।

আজ শনিবার টুর্নামেন্টের ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯.৩০টায় আকুবদন্ডি ফুটবল একাডেমিফরিদ ফুটবল একাডেমি এবং সকাল ১১টায় মোহরা ফুটবল একাডেমিপাঠানটুলী ফুটবল একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। দুটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবিগ ব্যাশে রিশাদের ৩ উইকেট
পরবর্তী নিবন্ধবিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ ওসমান হাদিকে স্মরণ