জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের চতুর্থ রাউন্ডে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ময়মনসিংহ বিভাগ ১৬০ রানের এগিয়ে আছে। সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগের দিনের ৮ উইকেটে ২৭১ রানের সাথে গতকাল ময়মনসিংহ আর মাত্র ১৭ রান যোগ করে ২৮৮ রানে সবাই আউট হয়ে যায়। জবাবে চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে ৫২ ওভার খেলে ২১০ রানে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক শাহাদাত হোসেন দীপু। ৮৭ বল খেলে তিনি ৭ চার এবং ১ ছক্কায় ৬৫ রান করেন। এছাড়া পারভেজ হোসেন ৪৬, সাদিকুর রহমান ১৮,শামীম হোসেন ১৮ এবং আশরাফুল হাসান ১১ রান করেন। ময়মনসিংহের পক্ষে ৪টি করে উইকেট নেন শুভাগত হোম এবং আরিফ আহমেদ। আজিজুল হাকিম তামিম পান ২টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ময়মনসিংহ ৩৩ ওভার খেলে ২ উইকেট ৮২ সংগ্রহ করেছে। দুই উদ্বোধনী ব্যাটার মাহফিজুল ইসলাম ৩৬ এবং নাইম শেখ ৩৩ রান করে আউট হয়ে যান। আজিজুল হাকিম তামিম ৬ এবং আবদুল মজিদ ৩ রান নিয়ে ব্যাট করছেন। চট্টগ্রামের হয়ে দুটি উইকেটই পেয়েছেন আশরাফুল হাসান।












