জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে খুলনা বিভাগের চেয়ে চট্টগ্রাম বিভাগ ১০২ রানে এগিয়ে আছে। সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম দিনের ৮ উইকেট ৩৪০ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম গতকাল অলআউট হয়ে যায় ১১ রান যোগ করেই। আগের দিনের অপরাজিত ব্যাটার আশরাফুল এবং মেহেদি আর বেশি এগিয়ে নিতে পারেননি দলকে। আশরাফুল ১২ এবং মেহেদি হাসান ৫ রান করে আউট হয়ে যান। এনামুল হক অপরাজিত থাকেন ৫ রানে। খুলনার পেসার সফর আলী চট্টগ্রামের নবম উইকেটটি তুলে নিয়ে পেয়ে যান নিজের পঞ্চম উইকেট। ৫৫ রানে ৫ উইকেট শিকার করা সফর আলীর প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই সেরা বোলিং। মেহেদি হাসান রানা ৩ উইকেট পান ৮৫ রানে। চট্টগ্রামের ৩৫১ রানের জবাবে খুলনা বিভাগ গতকাল ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছে।
খুলনা শুরুতেই উইকেট হারায়। ইয়াসিন মুন্তাসির কোন রান করেই ফিরে যান। পরে মিডল অর্ডারে সৌম্য সরকার,মো. মিঠুন (২৯), শারিয়ার সাকিব (৩০) ভূমিকা রাখেন। আগের দিন নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছিলেন চট্টগ্রামের শাহ পরান। ৯১ রান করেছিলেন তিনি। গতকাল সেই দলে যোগ দেন সৌম্য সরকার। খুলনার এই ব্যাটার গতকাল চট্টগ্রামের বিপক্ষে ৯২ রানে দাঁড়িয়ে ক্যাচ দেন আশরাফুল হাসানের বলে সেই শাহ পরানকেই। সৌম্যর খুলনা দিন শেষ করেছে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৯ রান তুলে। ৫৫ রানে অপরাজিত আছেন জিয়াউর রহমান। চট্টগ্রামের পক্ষে মেহেদি হাসান ৫৫ রান দিয়ে ৫টি উইকেট পেয়েছেন। আশরাফুল হাসান পান ২টি উইকেট। আজ খেলার তৃতীয় দিন।












