যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম এর বাস্তবায়নে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। দ্বিতীয় দিনে ২য় রাউন্ডের ৩টি ও ১ম রাউন্ডের ১টি ম্যাচ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ ডিসেম্বর,শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জয় পায় খাগড়াছড়ি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী। সকালে দিনের ১ম খেলায় ২য় রাউন্ডে মাটিরাঙ্গা কলেজ, খাগড়াছড়ি ৫–১ গোলে বাবুরহাট স্কুল এন্ড কলেজ, চাঁদপুরকে পরাজিত করে। ২য় খেলায় কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজ, চাঁদপুর ওয়াকওভার লাভ করে বান্দরবান সরকারি কলেজের বিরুদ্ধে। দুপুরে অনুষ্ঠিত ২য় রাউন্ডের ৩য় ম্যাচে শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজ, ব্রাহ্মণবাড়িয়া ১–০ গোলে দত্ত পাড়া ডিগ্রী কলেজ, লক্ষীপুরকে পরাজিত করে। দিনের ৪র্থ ও শেষ ১ম রাউন্ডের ম্যাচে জয়নাল হাজারী কলেজ, ফেনী ১–০ গোলে স্যার আশুতোষ সরকারি কলেজ, চট্টগ্রামকে পরাজিত করে ২য় রাউন্ডে উঠেছে। গতকাল ২য় রাউন্ডের তিন ম্যাচ শেষে মাটিরাঙ্গা কলেজ, খাগড়াছড়ি, কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজ, কুমিল্লা ও শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজ, ব্রাহ্মণবাড়িয়া কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আজ শনিবার সকাল ৯টা ও ১১টায় ২টি কোয়ার্টার ফাইনাল ও দুপুর ১টা ও ৩টায় ২টি ১ম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে।












