জাতীয় দল ও এর আশেপাশের ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির অনেকদিনের। প্রথম দফায় এই ক্যাম্প হওয়ার পর এবার দ্বিতীয় দফার দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২৯ সদস্যের এই দলে আছেন সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুনরা। বুধবার বিষয়টি জানায় বিসিবি। গতবার বগুড়ার শহিদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে বাংলা টাইগার্সের ক্যাম্প হলেও এবার হবে ঢাকায়।
২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত চলবে ফিটনেস ট্রেনিং। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২ জুন থেকে শুরু হবে স্কিল ট্রেনিং।
বাংলা টাইগার্সের জন্য ২৯ সদস্যের দল : সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে মাহমুদ রাব্বি, আশফাকুল আলম, নাহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান রানা, আবু জায়েদ চৌধুরী রাহি, কামরুল ইসলাম রাব্বি, নাঈম ইসলাম, সুমন সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকের আলি অনিক, সাজ্জাদুল রিপন, শাহিন আলম, সাব্বির রহমান, জাকিরুল আহমেদ জিম, আব্দুল হালিম, মাইশুকুর রিয়াল, হাসান মাহমুদ, রাকিন আহমেদ, সৈকত আলি ও নাজমুল ইসলাম অপু।