বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেনের শুরুটা হলো দুর্দান্ত। এবারের কাতার বিশ্বকাপের সবচেয়ে আধিপত্যময় ফুটবল খেললো লা রোজারা। কোস্টারিকাকে হারালো ৭-০ গোলের বিশাল ব্যবধানে। বুধবার রাতের সেই ম্যাচে দলের পঞ্চম গোলটি করেন বার্সেলোনা ফরোয়ার্ড গাভি। স্পেনের সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপ ইতিহাসেই দ্বিতীয় কমবয়সী গোলদাতা এখন গাভি। বুধবার তিনি গোল করেছেন ১৮ বছর ১১০ দিন বয়সে। বিশ্বকাপে তার চেয়ে কম বয়সে গোল করার রেকর্ড আছে শুধু পেলের। ১৯৫৮ সালে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে ১৭ বছর বয়সেই বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়েছিলেন। এখন পর্যন্ত তার রেকর্ডটি অক্ষুণ্ন আছে।