২০১৩ সালে প্রথমবারের মত বিপিএলে খেলতে এসেছিলেন ইংলিশ ক্রিকেটার মইন আলি। সেবার তিনি খেলেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে। ৯ বছর পর আবার এলেন বিপিএল খেলতে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের বেশ আগেই মইন আলির সঙ্গে চুক্তি করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে তাকে দলে পেতেই টুর্নামেন্টের প্রায় অর্ধেক পথ পেরিয়ে গেল। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলে অবশেষে গতকাল বুধবার ঢাকায় পা রেখেছেন এই অলরাউন্ডার। বিপিএলের আগেই অবশ্য বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পা পড়েছিল মইনের। ২০১০-১১ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। মোহামেডানের নেতৃত্বে সেবার ছিলেন সাকিব আল হাসান।