দ্বিতীয়বারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপির মানিক সাহা

| বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির মানিক সাহা। ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে রাজ্যটিতে জয় পায় বিজেপি। গতকাল মানিকের পাশাপাশি তার মন্ত্রিসভার আরও আটজন সদস্য শপথ নিয়েছেন। মানিক এ নিয়ে দ্বিতীয়বারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন। খবর বিডিনিউজের।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলার এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌, বিজেপির সভাপতি জেপি নদ্দা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মাকে ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিজেপির সাফল্যের ‘রূপকার’ হিসেবে অভিহিত করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যের শরণার্থী পরিকল্পনা খুবই উদ্বেগজনক : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধনতুন আবিষ্কৃত স্ফিংসের মুখে হাসি, গালে টোল