বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির মানিক সাহা। ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে রাজ্যটিতে জয় পায় বিজেপি। গতকাল মানিকের পাশাপাশি তার মন্ত্রিসভার আরও আটজন সদস্য শপথ নিয়েছেন। মানিক এ নিয়ে দ্বিতীয়বারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন। খবর বিডিনিউজের।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলার এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, বিজেপির সভাপতি জেপি নদ্দা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মাকে ভারতের উত্তর–পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিজেপির সাফল্যের ‘রূপকার’ হিসেবে অভিহিত করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।











