এবারের প্রিমিয়ার ফুটবল লিগে একেবারে লজ্জাজনকভাবে শুরু করেছিল গত আসরের চ্যাম্পিয়ন মাদারবাড়ি উদয়ন সংঘ। তবে দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে তারা। যদিও এই ম্যাচে চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল এবারের লিগের সবচাইতে দুর্বল দল কাস্টমস এস সি। আর সে দলটিকে ১–০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে উদয়ন সংঘ। তবে ম্যাচের ফলাফল দেখে হয়তো ম্যাচের দৃশ্যপট অনুমান করা যাবে না। মাঠে বলতে গেলে এক তরফাই খেলেছে উদয়ন সংঘ। কিন্তু গোলের দেখা পায়নি। বলা যায় একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে উদয়ন সংঘের স্ট্রাইকাররা। তাই শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তারপরও জয় পাওয়াতেই যেন স্বস্তি উদয়ন শিবিরে।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বল দখল আর আক্রমণ সবদিক থেকে এগিয়ে ছিল উদয়ন সংঘ। কিন্তু তাদের আক্রমণগুলো কখনো প্রতিপক্ষের রক্ষনে গিয়ে প্রতিহত হয়েছে আবার কখনো নিজেরাই আক্রমণগুলোকে নষ্ট করে দিয়েছে এলোমেলো শট নিয়ে। যার ফলে একাধিক সংঘবদ্ধ আক্রমন থেকে গোল আদায় করতে পারেনি উদয়ন সংঘ। যার পরিণতি গোলশূন্যভাবেই প্রথমার্ধ শেষ করতে হয় চ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধে আরো ধারালো হয়ে উঠে উদয়ন সংঘ। আক্রমণ বাড়াতে থাকে তাদের এই অর্ধে। আর ফলও পেয়ে যায় দ্রুতই। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে এগিয়ে যায় উদয়ন সংঘ। বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে কাস্টমস এস সির ডি বক্সের বাইরে থেকে দারুণ এক ক্রস করেছিলেন আরিফ। আর উড়ন্ত বলে দুর্দান্ত হেডে বল জালে পাঠান আমিরুল। এগিয়ে যায় উদয়ন সংঘ। এরপর আক্রমণের ধার আরো বাড়ায় উদয়ন সংঘ। কিন্তু সুযোগ সৃষ্টি করলেও সেগুলোকে গোলে পরিণত করতে পারেনি। ফলে ১–০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মাদারবাড়ি উদয়ন সংঘ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের একমাত্র গোলদাতা আমিরুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহি সদস্য কাজি জসিম উদ্দিন।
ব্রাদার্স–মুক্তিযোদ্ধা গুরুত্বপূর্ণ ম্যাচ আজ
এবারের প্রিমিয়ার ফুটবল লিগের যে কয়টি দল শিরোপার লক্ষ্যে দল গড়েছে তাদের মধ্যে অন্যতম ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এবারের লিগে ব্রাদার্স জয় দিয়ে শুরু করলেও মুক্তিযোদ্ধা পয়েন্ট হারিয়েছে তাদের প্রথম ম্যাচে। আজ এই দু’দল মুখোমুখি হচ্ছে লিগের সপ্তম ম্যাচে এসে। বলা যায় লিগের প্রথম কোন বড় ম্যাচ। কারণ এই ম্যাচে যে দল জিতবে তারা বড় একটি বাধা টপকাবে। শিরোপা জিততে হলে এ ধরনের বড় ম্যাচ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এম এ আজিজ স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় শুরু হবে এ ম্যাচটি।












