দ্বিতীয় মেয়াদে হ্যালি পম্পেওকে প্রশাসনে রাখছেন না ট্রাম্প

| সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৫:৪৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রশাসনে নিকি হ্যালি ও মাইক পম্পেওকে রাখছেন না। ট্রাম্পের প্রথম মেয়াদে পম্পেও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। আর হ্যালি ছিলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। খবর বিডিনিউজের।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে (ট্রুথ সোশ্যাল) দেওয়া পোস্টে শনিবার বলেন, তিনি তার প্রশাসনে যোগ দেওয়ার জন্য হ্যালি ও পম্পেওকে আমন্ত্রণ জানাবেন না। তবে অতীতে তাদের সঙ্গে কাজ ট্রাম্প খুবই উপভোগ করেছেন বলে জানিয়েছেন এবং তাদের দেশ সেবার প্রশংসা করেছেন। বর্তমানে ট্রাম্পের নতুন প্রশাসন গঠনের কাজ চলছে। ২০ জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প তার প্রশাসনে যাদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা আছে তাদের সঙ্গে বৈঠক করছেন।

সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর হ্যালি ট্রাম্পের প্রথম মেয়াদে জাতিসংঘ রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছিলেন। পরে এবছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার লড়াইয়ে (প্রাইমারি) ট্রাম্পের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন হ্যালি। নির্বাচনি প্রচারে ট্রাম্পের তীব্র সমালোচনাও করেছিলেন হ্যালি।

কিন্তু প্রয়োজনীয় জনসমর্থন না পেয়ে তিনি সরে দাঁড়াতে বাধ্য হন এবং ট্রাম্পকে সমর্থন দেন। সদ্য হয়ে যাওয়া নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তার দ্বিতীয় মেয়াদের প্রশাসনে কে কে স্থান পেতে পারেন সে জল্পনার মধ্যে হ্যালি ও পম্পেওর নামও এসেছিল। কিন্তু ট্রাম্প স্পষ্টই জানালেন, এই দুইজন তার প্রশাসনে স্থান পাচ্ছেন না।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি হামলায় গাজায় ৪৪, লেবাননে ৩১ জন নিহত
পরবর্তী নিবন্ধঅ্যারিজোনাতেও ট্রাম্পের জয় অবশেষে এল পূর্ণাঙ্গ ফল