দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে রাফা হারালো কল্লোল গ্রীনকে

ক্রীড়া প্রতিবেদক

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্ণ

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে রাফা ক্রিকেট ক্লাব বড় ব্যবধানে জিতেছে। গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রাফা ১০৩ রানে কল্লোল সংঘ গ্রীনকে পরাজিত করে। টসে জিতে রাফা প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ২২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৫৫ রান থেকে। কল্লোল সংঘ গ্রীনের বোলাররা ৪৯টি ওয়াইড দেন। রাফার পক্ষে মাহির ৪৪, সুফিয়ান আলম ৪০ রান করেন। এছাড়া মো. আদিল ৪৩ এবং শেখ রিয়াল ২৮ রানে অপরাজিত থাকেন। কল্লোল সংঘ গ্রীনের পক্ষে ১টি করে উইকেট নেন আবদুল্লাহ, মো. সোহরাব, আফরান চৌধুরী, মো. মাহবুব এবং মো. মহিউদ্দিন। জবাব দিতে নেমে কল্লোল সংঘ গ্রীন ৪১.১ ওভার খেলে ১২৫ রানে সব উইকেট হারায়। রাফা ক্রিকেট ক্লাবের ডানহাতি পেসার শেখ রিয়াল ২৭ রান দিয়ে একাই ৭টি উইকেট তুলে নেন। ১৭ রান দিয়ে অপর ৩টি উইকেট পান সুফিয়ান আলম। কল্লোল গ্রীনের হয়ে মো. মহিউদ্দিন ৪৪, মো. সোহরাব ৩০ এবং মুশফিকুল আলম ১৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান।

পূর্ববর্তী নিবন্ধ৩য় বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী দলসমূহের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ডিসি ফুটবল টুর্নামেন্টে মারুফ মডেল স্কুল চ্যাম্পিয়ন