প্রথম ওভারে দুই উইকেট নিয়ে দলকে আনন্দে ভাসিয়েছিলেন বাংলাদেশের নিশিতা আক্তার। কিন্তু সেই উচ্ছ্বাস বেশিক্ষণ থাকেনি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ের সংগ্রহ দাঁড় করাল শ্রীলংকা অনূর্ধ্ব–১৯ দল। পরে হতশ্রী ব্যাটিংয়ে তাদের অর্ধেক রানও করতে পারল না বাংলাদেশের মেয়েরা। কলম্বোয় গতকাল সোমবার দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে ৬৫ রানে জিতল শ্রীলংকা। স্বাগতিকদের ১২৫ রানের জবাবে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরপর দুই ম্যাচে বাজে ব্যাটিংয়ের মাশুল দিয়ে চার ম্যাচের সিরিজে ২–০তে পিছিয়ে গেল সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই নিশিতার ঘূর্ণিতে ২ উইকেট হারায় শ্রীলংকা। তবে চাপ বাড়তে দেননি দাহামি সেনেথমা ও মানুদি নানায়াক্কারা। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়ে তোলেন ৫৯ রানের জুটি। ২৫ রান করে সেনেথমা ফিরে গেলে রাশমিকা সেওয়ান্দির সঙ্গে জুটি বাধেন নানায়াক্কারা। তাদের ৩৪ বলে জুটিতে আসে ৩৮ রান। নানায়াক্কারা খেলেন ৫ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫০ রানের ইনিংস। ২২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন রাশমিকা। সুমুদু নিসানসালা খেলেন ৮ বলে ১৩ রানের ক্যামিও। ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ৭ রানে ২ উইকেট নেন অফস্পিনার নিশিতা। রান তাড়ায় পাওয়ার প্লের মধ্যে ড্রেসিং রুমে ফেরেন বাংলাদেশের পাঁচ ব্যাটার। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। সাদিয়া আক্তার ১৮ ও ফারজানা ইয়াসমিনের ১০ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান কমে কিছুটা। শ্রীলংকার পক্ষে ৩টি করে উইকেট নেন প্রাভোদা মুনাসিংহে ও আসেনি থালাগুনে। একই মাঠে বুধবার সিরিজের তৃতীয় ম্যাচ খেলবে দুই দল।