সিলেট টেস্টে দারুণ প্রতিদ্বন্দ্বিতা চলছে। প্রথম দিনে বাংলাদেশের ব্যাটাররা সারাদিন ব্যাটিং করলেও সিনিয়র ক্রিকেটারদের ব্যর্থতার কারণে দিনটা খুব বেশি ভালো কাটেনি। যদিও প্রথম দিনেই তিনশর বেশি রান করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলাররা বেশ ভালোভাবেই চেপে দাবিয়ে রাখতে পেরেছে নিউজিল্যান্ড ব্যাটারদের। কেন উইলিয়ামসনকে শুরুতে ফেরাতে পারলে আরো এগিয়ে থাকতো বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে। যেই উইলিয়ামসনের ক্যাচ ছেড়েছিলেন তাইজুল সেই উইলিয়ামসন তুলে নেন সেঞ্চুরি। যদিও দিনের শেষভাগে তাকে ফিরিয়েছেন তাইজুল। তারপরও দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ।
কারণ দিনের পুরোটাই ব্যাট করেছে নিউজিল্যান্ড। প্রথম দুই সেশনে দু দল সমানে সমান থাকলেও দিনের শেষ সেশনে বেশ এগিয়ে বাংলাদেশ। কারণ এই সেশনে নিউজিল্যান্ডের চারটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৬ রান। এখনো বাংলাদেশের প্রথম ইনিংসের চাইতে ৪৪ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। হাতে আছে দুই উইকেট।
আগের দিনের বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার তাইজুল এবং শরীফুল দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। কিন্তু দিনের প্রথম বলেই আউট হয়ে যান শরীফুল। ফলে দ্বিতীয় দিনের পুরোটাই ব্যাট করে নিউজিল্যান্ড। আর তাতেও বাংলাদেশকে টপকাতে পারেনি তারা। নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেন তাইজুল। টম লেথামকে ফিরিয়ে কিউইদের উদ্বোধনী জুটি ভাঙ্গেন এই স্পিনার। ৪৪ বলে ২১ রান করেন লেথাম। দুই ওভার পর আরেক ওপেনার কনওয়েকে ফেরান মিরাজ। এই স্পিনারের বল ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে সিলি পয়েন্টে শাহাদাৎ হোসেন দিপুর দুর্দান্ত ক্যাচে পরিণত হন কনওয়ে। ফিরেন ৪০ বলে ১২ রান করে। এরপর জুটি বাধেন কেইন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। তারা দুজনই অবিচ্ছিন্ন থাকেন মধ্যাহ্ন বিরতি পর্যন্ত। তবে বিরতির পর কিউইদের প্রথম ধাক্কাটা দেন পেসার শরীফুল। ৪২ বলে ১৯ রান করা নিকোলস উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। এরপর উইলিয়ামসন এবং ড্যারিল মিচেল মিলে গড়েন ৬৬ রানের জুটি। সেটিও ভাঙেন তাইজুল ইসলাম। এগিয়ে এসে খেলতে গিয়েছিলেন মিচেল। কিন্তু বলের লাইন মিস করেন তিনি। ফলে দ্রুত স্টাম্পিং করতে সমস্যা হয়নি সোহানের। ৫৪ বলে ৪১ রান করেন মিচেল। এরপরই বড় ক্ষতিটা করে দিলেন তাইজুল বাংলাদেশের জন্য। নাঈম হাসানের বলে মিড অফে দাঁড়িয়ে উইলিয়ামসনের ক্যাচটি ছাড়েন তিনি। আর সেই উইলিয়ামসনই সারা দিন ভুগিয়েছে বাংলাদেশকে। জীবন পাওয়ার পর টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরিটা তুলে নেন উইলিয়ামসন। তার আগে টম ব্লান্ডেলকে ফেরান নাঈম হাসান। ৬ রান করেন তিনি। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে আবারো উইলিয়ামসনের প্রতিরোধ। কোন বোলারই যখন বিচ্ছিন্ন করতে পারছিলেন না দুজন তখন মোমিনুলের হতে বল তুলে দেন অধিনায়ক। ফিলিপসকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন মোমিনুল। স্লিপে দারুণ এক ক্যাচ নেন শান্ত। ৬২ বলে ৪২ রান করেন বল হাতে ৪ উইকেট নেওয়া ফিলিপস। ৯ রান পর উইলিয়ামসনকে ফিরিয়ে ক্যাচ ফেলার পাপ কিছুটা মোচন করলেন তাইজুল। ২০৫ বলে ১০৪ রানের ইনিংসটিতে ১১টি চার মেরেছেন সাবেক কিউই অধিনায়ক। দুই ওভার পর ইশ শোধিকে নিজের চতুর্থ শিকারে পরিণত করেন তাইজুল। তার এক ওভার পরই শেষ হয় দিনের খেলা। নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬৬। আজ তৃতীয় দিনের খেলা শুরু করবেন জেমিসন এবং টিম সাউদি। বাংলাদেশের তাইজুল ৮৯ রানে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শরীফুল, নাঈম, মোমিনুল এবং মিরাজ।