দ্বিতীয় দিনে সেনাবাহিনী,আনসার,বর্ডার গার্ড, চট্টগ্রাম ও লালমনিরহাটের পদক লাভ

৪৪তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

বৃষ্টির কারণে ৪৪তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা পরিপূর্ণতা লাভ করতে পারছে না। চট্টগ্রামে চলমান এ প্রতিযোগিতার রোড ইভেন্টগুলো আয়োজন করা গেলেও মাঠে নির্ধারিত ইভেন্ট অর্থাৎ ট্র্যাক ইভেন্টগুলো আয়োজন করা যাচ্ছে না মাঠ ভেজা থাকায়। এ জন্য উদ্বোধনী দিনে চারটি এবং গতকাল দ্বিতীয় দিনে আরো চারটি ইভেন্ট বাতিল করতে হয়েছে। ৪৪তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার দ্বিতীয় দিনে গতকাল শনিবার মোট ৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব১৬ বালকদের ২৮ কিঃ মিঃ রোড মাস স্টার্ট ইভেন্টে ১ম স্থান অধিকার করেন বাংলাদেশ আনসারের জীবন আলী। ২য় স্থান অধিকার করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহমদ উমায়ের। ৩য় স্থান অধিকার করেন লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার মো. মেরাজুল ইসলাম মেরাজ। মহিলাদের ৫৬ কিঃ মিঃ রোড টীম টাইম ট্রায়ালে ১ম স্থান অধিকার করে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল। ২য় স্থান লাভ করে বাংলাদেশ আনসার সাইক্লিং দল এবং ৩য় স্থান পায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাইক্লিং দল।

পুরুষদের ২৮ কিঃ মিঃ রোড টিম টাইম ট্রায়ালে ১ম স্থান অধিকার করে বর্ডার গার্ড বাংলাদেশ সাইক্লিং দল। ২য় স্থান অধিকার করে বাংলাদেশ আনসার সাইক্লিং দল এবং ৩য় স্থান অধিকার করে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রোববার প্রতিযোগিতার তৃতীয় এবং শেষ দিনে মহিলাদের ৫৬ কি.মি. রোড মাস স্টার্ট এবং পুরুষদের ৫৬ কি.মি. রোড মাস স্টার্ট ইভেন্ট অনুষ্ঠিত হবে। গতকালও আগের দিনের মতো ট্র্যাক ইভেন্টের চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারেনি। যা হওয়ার কথা ছিল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় এই ইভেন্টগুলো হচ্ছে না বলে জানান বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু। তিনি গত রাতে আরো জানান মাঠ ভেজা এবং বৃষ্টির আশংকায় আগামীকালও(আজ) ট্র্যাক ইভেন্টের প্রতিযোগিতাগুলি আয়োজন করা সম্ভব হবে না। এই ইভেন্টগুলো বাতিল বলে গণ্য হবে বলেও জানান তিনি। এ প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশ নিচ্ছে। ১৯টি জেলা দল এবং ৫টি সার্ভিস দলে মোট ২৭২ জন সাইক্লিস্ট এতে অংশগ্রহণ করছেন। এর মধ্যে ১৭৫ জন পুরুষ সাইক্লিস্ট, ৭৫ জন মহিলা ও ২২ জন অনূর্ধ্ব বালক সাইক্লিস্ট রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপিছিয়ে গেল বাংলাদেশ ভারত সিরিজ
পরবর্তী নিবন্ধগোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ