আগামী ২৯ অক্টোবর মঙ্গলবার থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্ট খেলতে বাংলাদেশ দল গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামে এসে পৌঁছেছে। বাংলাদেশ দলের সাথে দক্ষিণ আফ্রিকা দলও চট্টগ্রাম এসে পৌঁছেছে। দুটি দলই টিম হোটেল রেডিসন ব্লুতে উঠেছে। ইতিমধ্যে মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। পয়া ভেন্যু বলে পরিচিত চট্টগ্রামে জিততে পারলে সিরিজ হার এড়ানো যাবে। শেষ টেস্টটিতে স্কোয়াডে একটি পরিবর্তনও এনেছে নির্বাচকরা। পেসার সৈয়দ খালেদকে আহমেদকে অন্তর্ভুক্ত করে এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল দুপুরে চট্টগ্রামে পৌঁছালেও গতকাল অনুশীলনের সূচি ছিল না ক্রিকেটারদের। আজ থেকে দুইদিন অনুশীলন করে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন নাজমুল হোসেন শান্তর দল। শান্তর নেতৃত্বে পুরো দল যখন চট্টগ্রামে এলেও দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আসেননি। তিনি জাতীয় লিগের খেলা দেখতে ব্যস্ত। মুশতাক যাবেন রোববার দুপুরে। চট্টগ্রামে যাওয়ার আগে বিকেএসপিতে জাতীয় লিগে ঢাকা মেট্রো ও রাজশাহীর খেলা দেখতে যান তিনি।