দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য পাকিস্তানের। গত ম্যাচের মতো এবারও খেলা শুরু হওয়ার আগেই স্কোয়াড ছোট করে আনল স্বাগতিকরা। ১২ সদস্যের সেই স্কোয়াডে রাখা হয়নি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে। যদিও কী কারণে বাদ দেওয়া হয়েছে সেটা খোলাসা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ম্যাচে কোনো বিশেষজ্ঞ স্পিনার না খেলিয়ে স্বাগতিকরা যে ভুল করেছে সেটা দিনের আলোর মতোই পরিষ্কার। কদিন আগেই প্রথম টেস্ট চলাকালীন পুত্র সন্তানের বাবা হয়েছেন শাহিন। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর দ্বিতীয় টেস্টের জন্য আবারও দলের ক্যাম্পে যোগ দেন তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে খুব একটা ভালো বোলিং করেননি বাঁহাতি এই পেসার। শিকার করেছেন কেবল দুই উইকেট। রাওয়ালপিন্ডিতে আজ থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানোয় সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহকে সমর্থন করেনি পাকিস্তান
পরবর্তী নিবন্ধসাফজয়ীদের আর্থিক পুরস্কার বন্যার্তদের দেয়ার অনুরোধ