দ্বিতীয় চেষ্টাতেও ব্যর্থ স্টারশিপ

| সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রকেটটি এবারের যাত্রায় ১৪৮ কিলোমিটার উচ্চতায় উঠেছে বলে রয়টার্স জানিয়েছে। নাসার প্রধান বিল নেলসন এক্সে লিখেছেন, আজকের এই পরীক্ষা শেখার একটি সুযোগৃপরবর্তীতে আবারও উড়ান। গেল এপ্রিলে স্টারশিপ ও এর সুপার হেভি বুস্টারের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়। তবে উৎক্ষেপণের চার মিনিটের মাথায় রকেট বিস্ফোরিত হয়। উৎক্ষেপণ ঠিকঠাকই ছিল, কিন্তু যতটা এগিয়ে গিয়ে বুস্টার মূল রকেট থেকে আলাদা হওয়ার কথা ছিল, সে সময়ই ঘটে বিপত্তি। বুস্টার আলাদা হওয়ার পরপরই রকেটের ইঞ্জিন চালু হয়ে যাওয়ার কথা ছিল। ধারণা করা হয়, বুস্টার অবিচ্ছিন্ন থাকা অবস্থাতেই রকেটের ইঞ্জিন চালু হয়ে যায় এবং বিস্ফোরণ ঘটে। খবর বিডিনিউজের।

এ দশকের শেষের দিকেই স্টারশিপের মাধ্যমে চাঁদে মানুষ পাঠাতে চায় স্পেসএক্স। নাসার আর্টেমিস প্রকল্পে স্টারশিপ রকেট ব্যবহারের জন্য এরইমধ্যে কয়েকশ কোটি ডলারের চুক্তি করেছে কোম্পানিটি। প্রকল্পের লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যে চাঁদে মানুষ পাঠানো। এবারের উৎক্ষেপণ সফল হলে রকেটটি ৯০ মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করে হাওয়াই উপকূলে অবতরণের কথা ছিল। কিন্তু ৮ মিনিটের মাথায় স্টারশিপ বুস্টারে বিস্ফোরণে মনে করা হচ্ছে মহাকাশ যানটি ব্যর্থ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগানের মাঝেই বেঁচে আছেন সুবীর নন্দী, থাকবেন আজীবন
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরের হামলাকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের